শিরোনাম
জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
বিস্তারিত
জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার অংশ হিসেবে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি,গান ও ৭ মার্চের ভাষণের উপরে প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সংগীত (একক),আবৃত্তি(একক) ও ৭ মার্চের ভাষণের ভিডিও করে আগামী ১০আগষ্ট,২০২০ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত লিংকে ঢুকে ভিডিওটি আপলোড করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, বিজয়ী প্রতিযোগীদের পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগীতার সুযোগ করে দেওয়া হবে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfe-B_n2qcOk-HI3iQJhMs_8piKS10nOIr_FyKcjFeEI7KjCQ/viewform